কালের স্বাক্ষী বহনকারী মেঘনা নদীর তীরে গড়ে উঠা মেহেন্দীগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চানপুর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ চানপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম –১১ নং চানপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৯.৮৫ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩৩৯৮০ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ১২ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১২ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –সাইকেল, রিক্সা ও মোটর সাইকেল।
জ) শিক্ষার হার – ৫৯%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১২টি,
মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি,
মাদ্রাসা- ২টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ বাহাউদ্দিন ঢালী
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৫ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – মেঘনা নদীর পাড় ।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – 2018
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২৪/০৪/২০১৬ ইং
২) প্রথম সভার তারিখ – ১২/০৫/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০২১ ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
চানপুর নয়নপুর কাশিপুর
চরখাগকাটা খাগকাটা শুনাকাঠী
জোড়খালী খন্তাখালী শ্যামপুর
কোলচরী চরশ্যামরায়
দেশখাগকাটা
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর – ১ জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
৫ ) উদ্যোক্তা ২জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস